মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
বিপ্লব তালুকদার: খাগড়াছড়িতে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সকাল থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী।সেনাবাহিনীর টহল গাড়ি কিছুক্ষণ পরপরই ঘুড়ে বেড়াচ্ছেন জেলার প্রতিটি সড়ক মহাসড়কে।
এদিকে সকাল থেকেই খাগড়াছড়ি থেকে সব ধরণের দূরপাল্লার গণপরিবহন সীমিত চলাচল করতে দেখা গেছে।জেলায় প্রায় সব ধরণের খাবার হোটেল থেকে শুরু করে বাজার মসজিদ মন্দির পেগোডা কোথাও তেমন একটা জনসমাগম দেখা যায়নি।
এদিকে জেলায় ৫৯ জনকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে।খাগড়াছড়ি সদর হাসপাতাল ছাড়াও কোয়ারান্টিনের জন্য আবাসিক হোটেল ইকোছড়ি’সহ খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটি রেস্ট হাউজকে প্রস্তুত রাখা হয়েছ।
এদিকে সকাল থেকেই খাগড়াছড়ি এর সাথে রাঙ্গামাটি চট্রগ্রামও ঢাকা যাতায়াতকারী বাসে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে জীবানুনাশক ওষুধ স্প্রে করছে স্থানীয় তরুণরা।
Leave a Reply