শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

বান্দরবান হাসপাতালে জীবাণুনাশক টানেল

বান্দরবান হাসপাতালে জীবাণুনাশক টানেল

বান্দরবান প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। সোমবার সকালে সদর হাসপাতালের মূল ফটকে এই জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমাসহ গণ্যমান্য ব্যক্তি ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, পার্বত্যমন্ত্রীর বড়পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরের পক্ষ থেকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে এই জীবাণুনাশক টানেল প্রদান করা হয়েছে। হাসপাতালে আসা সবাই এখন থেকে এই জীবাণুনাশক টানেলের মধ্যে প্রবেশ করে হাসপাতালে প্রবেশের সুযোগ পাবে। এতে সবাই জীবাণুমুক্ত থাকবে বলে আশা স্বাস্থ্য বিভাগের।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology