রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন
বিবর্তন প্রতিবেদক: জেলার মাটিরাঙ্গার নিউ অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকিয়া সুলতানা মনি’র মেয়ে নুসরাত-ই ইসলাম পুষ্পিতা এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
আজ রোববার প্রকাশিত ফলাফলে এ বছর মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল থেকে এ সফলতা অর্জন করে সে। বাবা ও মায়ের অনুপ্রেরণা এবং শিক্ষকদের যথার্থ শিক্ষাদানের কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল।
ভবিষ্যতে পুষ্পিতা প্রশাসনিক কর্মকর্তা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তার ইচ্ছা পূরণের লক্ষ্যে পুষ্পিতা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে পূর্বের ধারাবাহিকতায় এবারও পুষ্পিতা ভাল ফলাফল অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি, খাগড়াছড়ি জেলা শাখা’র সভাপতি এ্যামিলি দেওয়ান, সাধারণ সম্পাদক ও গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ পারভেজ।
Leave a Reply