বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

বিলাইছড়িতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর সহায়তা

বিলাইছড়িতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর সহায়তা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়িতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। রবিবার বিলাইছড়ি ৬বীর সেনা জোনের উদ্যোগে ওই এলাকায় প্রায় ৭০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, করোনায় কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা করতে সেনাবাহিনীর এ উদ্যোগ। শুধু খাদ্য সহায়তা নয়, করোনা সংক্রমণ এড়াতে সেনাবাহিনী মানুষের মধ্যে সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছে। বিলাইছড়ি জোনের ১নং ইউনিয়নের বহালতলীতে ও ৩নং ইউনিয়নের ফারুয়া বাজার এলাকায় মানবিক সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি আটা, এক কেজি লবণ এবং ৩ কেজি আলু সর্বমোট ৭০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। দেশের কঠিন সময়ের এ ক্রান্তিলগ্নে এলাকার অসহায় জনগণ নিঃস্বার্থ এ সহযোগীতায় করে যাচ্ছে সেনাবাহিনী।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology