মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন

পানছড়ির ৫ইউপি’র ৩টিতে স্বতন্ত্র প্রার্থী, ১টিতে নৌকার জয়

পানছড়ির ৫ইউপি’র ৩টিতে স্বতন্ত্র প্রার্থী, ১টিতে নৌকার জয়

বিপ্লব তালুকদার:
পানছড়ি উপজেলার ৫টি ইউপির মধ্যে চারটির ফলাফল বে-সরকারীভাবে ঘোষনা করা হয়। সপ্তম ধাপের এই নির্বাচনে তিনটিতে স্বতন্ত্র, একটিতে নৌকা ও একটির ফলাফল স্থগিত রয়েছে।

৭’ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে উপজেলার লোগাং, চেঙ্গী, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নে সুষ্ঠ ও সুন্দরভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়। ৩নং পানছড়ি ইউপি পাইলট ফার্ম ও বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটিতে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ভোট গ্রহন স্থগিত করা হয়। উপজেলা নির্বাচনী ফলাফল কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ১নং লোগাং ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয় কুমার চাকমা অটোরিক্সা প্রতীক নিয়ে ৩৯০২ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সমর বিকাশ চাকমা পায় ২৮০৪ ভোট। ২নং চেংগী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা মোটর সাইকেল প্রতীক নিয়ে ১৪৬০ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী নিহার বিন্দু চাকমা পায় ১২৮০ ভোট। ৪নং লতিবান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ভুমিধর রোয়াজা চশমা প্রতীক নিয়ে ২৭১২ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সত্য প্রিয় চাকমা পায় ২৬৭৩ ভোট। ৫নং উল্টাছড়ি ইউপির মো: আহির উদ্দিন নৌকা প্রতীক নিয়ে ৪৩০২ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিজয় চাকমা আনারস প্রতীক নিয়ে পায় ৩৭৫৯ ভোট। ৩নং পানছড়ি ইউপির ১০টি কেন্দ্রের মাঝে ৮টির ভোটগ্রহন শেষে আনারস প্রতীক নিয়ে উচিত মনি চাকমা ৫৬৪৩ ভোট নৌকা প্রতীক নিয়ে মো: নাজির হোসেন ৪৪১৯ ভোট পেয়েছেন। স্থগিত কেন্দ্র দুটিতে রয়েছে ৪৬২৮ ভোট।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology