মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৯ পূর্বাহ্ন
পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলায় স্থগিত তিনটি কেন্দ্রে কাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য সপ্তম ধাপের নির্বাচনে উল্টাছড়ি ইউপির ৬নং ওয়ার্ড রোহিন্দ্র কার্বারী পাড়ায় কেন্দ্রে দু’জন সমান সংখ্যক ভোট পাওয়াতে পূনরায় নির্বাচন হচ্ছে। অপরদিকে ৩নং পানছড়ি ইউপির ৫নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ডে বিশৃংখল ও অনিয়মের অভিযোগে ভোট গ্রহন বন্ধ ঘোষনা করা হয়েছিল বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিচানিং অফিসার রিকল চাকমা।
শান্তিপূর্ণভাবে আগামীকালের নির্বাচন সম্পন্ন করতে পানছড়ি থানা হল রুমে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী ব্রিফিং। পানছড়ি থানার ওসি আনচারুল করিম এ সময় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এদিকে ৮নং ওয়ার্ড পাইলট ফার্ম কেন্দ্রে প্রিসাইডিং পরিবর্তনের আবেদন করেছে নৌকা প্রতীকের প্রার্থী মো. নাজির হোসেন।
এ ব্যাপারে রিটানিং অফিসার রিকল চাকমা জানান, একখানা আবেদন হাতে পেয়েছি যা যাচাই-বাচাই করা হচ্ছে। উল্লেখ্য ৩নং পানছড়ি ইউপির কেন্দ্রদুটিতে মোট ভোটসংখ্যা ৪৬২৮। কেন্দ্র দুটি ছাড়া বাকী ফলাফলে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উচিত মনি চাকমা প্রায় ১২০০ ভোটে এগিয়ে রয়েছে। সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন বলে নিশ্চিত করেছে উপজেলা নির্বাচন অফিস।
Leave a Reply