বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রিতে ওজনে কারচুপির অপরাধে কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৩ মে) দুপুরে পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারীর এস আমানত নামে একটি কোম্পানীর হেয়াকো ভূজপুর থানার পরিবেশক সুমন ট্রেডার্সের বিক্রয় প্রতিনিধি মো: মালেক হায়দার (৪০) পিতা হাজী রহম আলী নামে এক ব্যক্তি অটোরিক্সা যোগে রামগড়ের বিভিন্ন বাজারে ওজনে কম বোতলজাত সয়াবিন তেল বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৬ নং ধারায় অভিযুক্তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার জানান, অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হলে ওজনে কারচুপির অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।
Leave a Reply