বৃহস্পতিবার, ৩০ Jun ২০২২, ১২:৪১ পূর্বাহ্ন
বিপ্লব তালুকদার: খাগড়াছড়িতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে বাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
সোমবার সকালে জেলা শহরের ভাঙ্গব্রীজ এলাকায় প্রতিবাদ সমাবেশ থেকে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এর দাবী জানিয়ে মঙ্গলবার বিএনপির ২৪ ঘন্টার ডাকা অবরোধ কর্মসূচী সফল করতে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান। অবরোধে বাঁধা দিলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারীও জানান বিএনপি নেতারা।
খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ এর সঞ্চালনায় এতে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার,যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মো: শাহেদ হোসেন সুমনসহ অঙ্গ-সংসঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
Leave a Reply