বৃহস্পতিবার, ৩০ Jun ২০২২, ০১:০০ পূর্বাহ্ন
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার (২০ জুন) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয় এর সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান।
এসময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় উপস্থিত ছিলেন।
Leave a Reply