বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪২ পূর্বাহ্ন

সরকারী জমিতে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ: ভ্রাম্যমান আদালতে ২ শ্রমিকের জেল 

সরকারী জমিতে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ: ভ্রাম্যমান আদালতে ২ শ্রমিকের জেল 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের ২৮ নভেম্বর ২০২১ এর আদেশ নামা উপেক্ষা করে খাগড়ছড়ির রামগড় অফিসটিলা এলাকায় উপজেলা পরিষদের খতিয়ানভূক্ত জমি, জেলা প্রশাসকের নামীয় খাস জমিতে অবৈধভাবে কাঁটাতারের বেড়া দিয়ে দখলকৃত জায়গাটি পুনরায় অবৈধভাবে সংস্কার কালে দুই শ্রমিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে রামগড় উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত।
সোমবার (১লা আগষ্ট) সকালে পৌরসভার অফিস টিলা (ওএসডি ডাকবাংলো) এলাকায় সরকারী আদেশ অমান্য করে পূর্বে অবৈধভাবে নির্মিত কাঁটাতারের বেড়া পূর্ন নির্মান করার সময় সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) আদেশ ১৯৭০ এর ৭ ধারা মোতাবেক স্থানীয় শ্রমিক  আবুল কালাম (৬৫) পিতা আবদুল মালেক ও রুহুল আমীন (৪০) পিতা  আলী আকবর নামে দুই জনের প্রত্যেককে ৫ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের ২৮ নভেম্বর ২০২১ এর আদেশ অমান্য করে রামগড় উপজেলা পরিষদের জায়গার উপর অবস্থিত  ১৯২০ সালে প্রতিষ্ঠিত রামগড় মহকুমা প্রশাসকের বাংলোর সামনে অবৈধভাবে কাঁটাতারের বেড়ার কাজ করার সময় দুই জনকে গ্রেফতার পূর্বক দন্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) কর্তৃক রামগড় উপজেলা পরিষদের খতিয়ানভূক্ত জমি, জেলা প্রশাসকের নামীয় খাস জমি, রামগড় উপজেলা ভূমি অফিস নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত খাস জমি এবং উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত স্থানটি অবৈধ অবকাঠামো নির্মাণপূর্বক দখল করে রাখে । জেলা প্রশাসকের নামীয় খাস জমি এবং উপজেলা পরিষদের রেকর্ডীয় উল্লিখিত ভূমি হতে অবৈধ অবকাঠামো জরুরিভিত্তিতে অপসারন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলা হতে একাধিকবার অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হলেও অদ্যবধি উক্ত স্থাপনা অপসারণ না করে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology