শনিবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৫৯ পূর্বাহ্ন
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবির অর্থায়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ৪১ তম কম্পিউটার প্রশিক্ষণ বিভাগের ২৭জন প্রশিক্ষনার্থীদের মাঝে পুরস্কার প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) সকালে রামগড় জোন মহিলা কল্যাণ সমিতি প্রশিক্ষণ হল রুমে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো: হাফিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষাণার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, এ অঞ্চলের জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের কারীগরি দক্ষতা উন্নয়নে ৪৩ বিজিবি কাজ করে যাচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় জোন এডি রাজু আহাম্মেদ, জোন এনসিও ঠান্ডু মিয়া সহ বিজিবি পদস্থ কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply