শনিবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে আধুনিক মানসম্মত ও ব্যতিক্রমি ডিজিটাল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাবালে নূর গার্লস্ মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টার সময় রামগড় উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে আলহাজ্ব রবিউল হক সড়কে আলম কমপ্রেক্সে ২০২৩ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেনি পর্যন্ত প্রতিষ্ঠিত দ্বীনি মাদ্রাসার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন অধিনায়ক লে. কর্ণেল মো: হাফিজুর রহমান।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো: মজিবুর রহমান।
মাদ্রাসার শিক্ষা পরিচালক আবদুল হাই এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই নিজামী।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, বর্তমান বিশ্বের আধুনিক ও রুচিশীল শিক্ষাব্যবস্থার সাথে চমৎকার সম্বনয় রেখে এ প্রতিষ্ঠান সাজানো হয়েছে দেখে আমরা অভিভূত হয়েছি। আশা করছি এ মাদ্রাসা তার লক্ষ ঠিক রেখে এগিয়ে যাবে।
এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, শিক্ষাক-শিক্ষার্থীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply