মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ পূর্বাহ্ন
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে ব্যাটালিয়ন অধীনস্থ মহামুনি বিওপির একটি টহল দল পৌরসভার দারোগাপাড়া নামক স্থান হতে মালিকবিহীন এসব মাদক জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় মদ ও গাঁজা মূল্য ৫৭ হাজার ৫০০ টাকা। পরে জব্দকৃত ভারতীয় মদ ও গাঁজা রামগড় থানায় জিডি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, বিজিবি’র নিয়মিত অভিযানে এসব মাদক জব্দ করা হয়েছে। মাদক ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ রুখতে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply