মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা প্রমীলা ফুটবল একাডেমীর সাতকাহন ও চড়ুইভাতি

মাটিরাঙ্গা প্রমীলা ফুটবল একাডেমীর সাতকাহন ও চড়ুইভাতি

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ পৃথিবীর সব চেয়ে জনপ্রিয় খেলার নাম আজও ফুটবল । ফুটবলের নানা ক্রীড়া শৈলি বা পাঁয়ের কলা কৌশল ছোট বড় ছেলে বুড়ো যে কোন বয়সী মানুষের মনকে আন্দোলিত করে । ফুটবল খেলায় এখন পুরুষের সাথে পাল্লা দিয়ে সমানতালে এগিয়ে যাচ্ছে প্রমীলারাও ।

দেশের গন্ডি পেড়িয়ে বিদেশের মাটিতে প্রমীলা ফুটবলে বাংলাদেশের চমকপ্রদ বিজয়ের কথা শুনে উল্লাসিত হয়নি এমন মানুষ পাওয়া প্রায় অসম্ভব । দেশের হয়ে অভুতপুর্ব প্রমীলা ফুটবলারদের এমন সুনাম অর্জনের পর পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় গঠন করা হয়েছে মাটিরাঙ্গা ফুটবল একাডেমী ।

অল্প কিছুদিন হলো মাটিরাঙ্গা ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক পদে হাসানুল হক বাছরী পাটোয়ারী দায়িত্ব নিয়েছেন । দায়িত্ব গ্রহনের পর তিনি একাডেমীর সভাপতি ও কোচ জুয়েল চাকমাকে সাথে নিয়ে নতুনভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন । বর্তমানে প্রতিদিন প্রমিলা ফুটবলারদের মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন মাঠে এবং পুরুষ ফুটবলারদের মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।

প্রায় ৮ মাস ধরে প্রশিক্ষণ চলাকালে এরই মধ্যে মাটিরাঙ্গা ফুটবল একাডেমী থেকে প্রশিক্ষণ গ্রহনকারী ২ জন প্রমিলা ফুটবলার চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধব-১৭ ফুটবল ডিভিশনে ও ১ জন পুরুষ ফুটবলার চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধব-১৬ ফুটবল ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন । যা কিনা মাটিরাঙ্গা বাসীর জন্য গৌরবের ।

প্রশিক্ষণ গ্রহনকারী ফুটবলারদের টানা প্রশিক্ষনের ফলে সৃষ্ঠ ক্লান্তি ও অবসাদ দুর করতে প্রতিমাসে আয়োজন করা হয় চড়ুইভাতি বা বনভোজন এর মতো চিত্র বিনোদনের পদক্ষেপ । এতে ফুটবলারদের মধ্যে ভাল বোঝাপড়া ছাড়াও ফুরফুরে মেজাজ ও আনন্দঘন মননশীলতা বজায় থাকে । যা পরবর্তীকালে ফুটবলারদের মাঠে আরো বেশী মনোযোগী হতে সহায়তা করে ।

বনভোজনের আয়োজন মাটিরাঙ্গা ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক হাসানুল হক বাছরী পাটোয়ারীর সম্পর্ন ব্যক্তিগত অর্থায়নে করা হয়েছে উল্লেখ করে একাডেমী নির্ভরযোগ্য সুত্র জানায়, আমরা মাটিরাঙ্গা ফুটবল একাডেমীকে একটি মান সম্মন সফল ফুটবল একাডেমী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি ।

আশা করছি সুশীল সমাজ, উদার ও সৃষ্টিশীল রাজনীতিবিদ সহ সচেতন ব্যক্তিবর্গ যার যার অবস্থান থেকে প্রতিস্ঠানের কল্যানে পরামর্শের মাধ্যমে উৎসাহ প্রদান করবেন ।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology