মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে সীমান্ত থেকে ফের বাংলাদেশী শাড়ী ও অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) বিভিন্ন সময়ে ব্যাটালিয়ন অওতাধীন রামগড়ের লাচারীপাড়া বিওপির টহলদল পিলাকছড়া সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী বিভিন্ন প্রকার কাপড় এবং হেয়াকো বিওপির টহলদল ভূজপুর থানার গজারিয়া হতে মালিকবিহীন বিভিন্ন প্রকার গোলকাঠ জব্দ করেছে।
বিজিবি জানায়, জব্দকৃত শাড়ির মূল্যে ৬৪ হাজার ৩০০ টাকা এবং গোলকাঠের মূল্যে ৮৬ হাজার ২৫০ টাকা। জব্দকৃত শাড়ীর ব্যাপারে রামগড় থানায় জিডি করে সীতাকুণ্ড কাস্টমসে এবং জব্দকৃত গোলকাঠ হেয়াকো বনবিটে জমা দেয়া হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি’র নিয়মিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়েছে।
Leave a Reply