বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

পাহাড়ে ভীড় বাড়ছে পর্যটকদের

পাহাড়ে ভীড় বাড়ছে পর্যটকদের

বিপ্লব তালুকদার : শীতের শুরুতেই পাহাড়ের বেড়াতে আসছে পর্যটকরা। শীতের আবহাওয়া ভ্রমণ উপযোগী হওয়ায় দল বেধে পাহাড়ে আসছে পর্যটকরা। বছরের এই সময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ভীড় বাড়ছে পর্যটকদের। শীতের শুরু থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের এমন ভীড় থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। খাগড়াছড়িতে প্রচুর পর্যটকের সমাগম আশা করছে পর্যটন ব্যবসায়ীরা।

আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ,ঝুলন্ত ব্রীজ,তারেং,রিছাং ঝরণাসহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে প্রতিবছরের ন্যায় এবারও পর্যটকে মুখরিত হবে পর্যটন কেন্দ্র । শীত মৌসুমে বাড়তি ব্যবসার আশা করছে হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি পর্যটন কেন্দ্রে নিয়োজিত থাকবে ট্যুরিস্ট পুলিশ। এছাড়া সাজেকগামী পর্যটকদের ভ্রমণের সহায়তা করছে ট্যুরিষ্ট পুলিশ।

বেসরকারি আবাসিক হোটেল গাইরিং এর ব্যবস্থাপনা পরিচালক অন্তত বিকাশ ত্রিপুরা জানান,‘ প্রতিবছর ন্যায় এবারও শীত মৌসুমে খাগড়াছড়িতে পর্যটকদের বিপুল সমাগম হবে আশা করছে । পাহাড়,অরণ্য,ঝরনা দেখতে পাহাড়ে ছুটে আসে ভ্রমণ পিপাসু মানুষ। সারা বছর পর্যটক আসলেও শীতে সেই সংখ্যাটা বাড়তে থাকে। টানা বন্ধে সেই সংখ্যা ২ থেকে ৩ গুন বাড়ে। ’

আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক বাবলু ত্রিপুরা জানান,‘ পর্যটকদের কথা চিন্তা করে খাগড়াছড়ির প্রধান আর্কষণ আলুটিলায় সংস্কার করেছে জেলা প্রশাসন। শীতে পর্যটকদের সংখ্যা কয়েকগুন বাড়ে। কয়েকটি স্থানে নতুন করে ভিউপয়েন্ট বানানো হয়েছে। নতুন করে শৌচাগার সংস্কার করা হয়েছে। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ দেখতে পর্যটকদের পাশাপাশি স্থানীয়া ঘুরতে আসে। ’

এদিকে পর্যটকদের আগমনের ভালো ব্যবসা হবে আশা করছে ব্যবসায়ীরা। স্থানীয়ার ব্যবসায়ীরা ‘ সারা বছরই কম বেশী বেচাকেনা হয়। শীতে পর্যটকদের সমাগম বাড়ায় বেচাকেনা বেড়েছে। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তৈরিকৃত পোশাকের প্রতি পর্যকদের আর্কষণ বেশি। ’

খাগড়াছড়ি পর্যটন মোটেল এর ব্যবস্থাপক এ কে এম রফিকুল ইসলাম জানান ‘ বিজয় দিবেসর টানা বন্ধে খাগড়াছড়িতে প্রচুর পর্যটক এসেছে। পুরো শীত মৌসুমজুড়ে পর্যটকদের সমাগম হবে। আগত পর্যটকদের সেবা দিচ্ছে খাগড়াছড়ি পর্যটন মোটেল।’

খাগড়াছড়িতে আসা পর্যটকদের মূল আর্কষণ রাঙামাটির সাজেক উপত্যকা। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য পর্যটকরা জীপ বা চাঁদের গাড়ি ভাড়া। এতে ভালো ব্যবসা করছে গাড়ির মালিক ও চালকদের। পর্যটকদের ভাড়া চালিত যানবাহন সরবরাহকারী জীপ সমিতির লাইন নিয়ন্ত্রক অরুন দে জানান,‘ শীতের শুরুতেই খঅগড়াছড়িতে প্রচুর পর্যটক আসছে। পর্যটকরা খাগড়াছড়ি থেকে রির্জাভ গাড়ি নিয়ে সাজেক যাচ্ছে। পর্যটকদের যাতায়াতের কোন চালক যাতে বাড়তি ভাড়া নিতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে। প্রতিটি মাহেন্দ্র পিক আপ খাগড়াছড়ি-সাসেকে আসা যাওয়ায় ভাড়া নিধারণ করা হয়েছে ৯ হাজার ৭শ টাকা ও চাঁদের গাড়ির ভাড়া ৮ হাজার ১শ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন অন্তত ২শ গাড়ি খাগড়াছড়ি-সাজেক সড়কে চলাচল করছে। ’

এদিকে আগত পর্যটকদের নিরাপত্তা দিতে জেলা পুলিশের পাশাপাশি কাজ করছে জেলা ট্যুরিস্ট পুলিশ । খাগড়াছড়ি জেলা ট্যুরিষ্ট পুলিশের ইনচার্জ সন্তোষ ধামাই জানান, শীতে পর্যটকদের বাড়তি নিরাপত্তার জন্য পর্যটন কেন্দ্রগুলোতে নিয়মিত টহল দিচ্ছে ট্যুারিস্ট পুলিশের মোবাইল টিম । সবগুলো কেন্দ্রই নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো শীত মৌসুমে পর্যটকদের চাপ থাকবে।

যাতায়াতের সুবিধার্র কারণে পর্যটকরা খাগড়াছড়ি জেলা শহর হয়ে রাঙ্গামাটির সাজেক ভ্যালি যাচ্ছে। সাজেকগামী পর্যটকদের কেন্দ্র করে জেলার হোটেল মোটেল ও রেস্টুরেন্টসহ পর্যটন সংশ্লিষ্টদের বাড়তি আয় হয় ।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology