রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

রাঙামাটিতে যুবকের মৃত্যু; ১৭ টি দোকান ও বসতঘর লকডাউন

রাঙামাটিতে যুবকের মৃত্যু; ১৭ টি দোকান ও বসতঘর লকডাউন

প্রতীকী ছবি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে অজ্ঞাত রোগে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম থুই চাসিং মারমা (২১)। আজ শুক্রবার সকালে রাজস্থলী উপজেলর বাঙ্গালহালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২দিন আগে চট্টগ্রাম থেকে রাঙামাটির রাজস্থলী নিজ বাড়িতে আসে থুই চাসিং মারমা। আসার পর থেকে সে স্বাভাবিক ছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ সে অসুস্থ হয়ে পরে। সারা রাত জ্বর আর শরীর ব্যথার যন্ত্রণা ভোগ করে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ওই এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে রাঙামাটি রাজস্থলী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহলা অং মার্মা জানান, মৃত ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। চট্টগ্রামের ফৌজদার হাটে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে সে আসলে করোনা আক্রান্ত ছিল কি না।
এদিকে, রাজস্থলী উপজেলর বাঙ্গালহালিয়া এলাকায় ওই যুবকের বাড়িসহ আশপাশের ১৭ টি দোকান ও বসতঘর লকডাউন করে রেখেছে স্থানীয় প্রশাসন। এছাড়া ঘটনাস্থ পরিদর্শন করেছে রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ সাদেক, থানাপর ভারপাপ্ত কর্মকর্তা মো. মফজল আহমদ খান, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মার্ম। এসময় তারা স্থানীয়দের সচেতন থাকার আহ্বান জানান।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology