বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ পূর্বাহ্ন
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের নিউ পুলিশ লাইনে এক পুলিশ কনস্টেবল নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। নিহত কনস্টেবলের নাম কাইয়ুম সরকার (৩৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন জানিয়েছেন, শহরের সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকে আজ বৃহস্পতিবার বিকালে শিফটে ডিউটি করার জন্য কনস্টেবল কাইয়ুম অস্ত্র নিয়ে ব্যারাক থেকে বের হয়ে রাস্তাতেই এই ঘটনা ঘটান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তার স্ত্রীর সাথেও ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জেনেছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও আছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
নিহত কনস্টেবল কাইয়ুম সরকারের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বলে জানায় পুলিশ।
Leave a Reply