রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন

বাগাইছড়িতে দুই পক্ষের গোলাগুলি, নিহত ২

বাগাইছড়িতে দুই পক্ষের গোলাগুলি, নিহত ২

বিবর্তন ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের দুকিলো নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত একজন হলেন- গণতান্ত্রিক ইউপিডিএফের সশস্ত্র সদস্য জানং চাকমা (৩৮)। এই ঘটনায় আরো একজন নিহত হলেও তার নাম জানা যায়নি। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন মো. মনু নামের এক যুবক। তার পায়ে দুটি গুলি লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রূপকারী ইউনিয়নের দুকিলো এলাকায় দোকানে বসে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা চা পান করছিলেন। এ সময় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এসে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের দুজন ঘটনাস্থলে মারা যান।

ওসি আনোয়ার হোসেন খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো হবে।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology