বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ অপরাহ্ন

৫ হাজার ছাড়াল করোনা শনাক্ত, মৃত্যু ৮

৫ হাজার ছাড়াল করোনা শনাক্ত, মৃত্যু ৮

ফাইল ছবি

বিবর্তন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭.৮২ শতাংশে।

এ ছাড়া একই সময়ে মৃত্যু হয়েছে আটজনের। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী রয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে চার, চট্টগ্রামে তিন ও সিলেটে একজন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জনে। একই সময়ে ২৯ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ২৯ হাজার ৩০৫টি নমুনা।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology