বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ন
বিবর্তন ডেস্ক: ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল ছিল ৩৮ জন। ফলে আজ মৃত্যু বেড়েছে। আজকের মৃতের সংখ্যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৬৭০ জনে। একই সময়ে দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জনের। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন হলো।
আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪১ হাজার ৬৯৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১০ হাজার ৮০০ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন। সুুস্থতার হার ৮৬ দশমিক ৩৬ শতাংশ।
এর আগের দিন সোমবার দেশে করোনাভাইরাসে ৩৮ জনের মৃত্যু হয়। সেদিন করোনা শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জনের।
Leave a Reply