রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
রাঙামাটি প্রতিনিধি: ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মতো রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। মঙ্গলবার সকালে জাতীয় বীমা দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে অন্যান্য দেশে বীমা বাধ্যতামূলক হলেও দেশে এখনো এ নিয়ে মানুষের মাঝে পূর্ণ ধারণা নেই। না থাকার কারণে মানুষ বীমা নিয়ে তেমন আগ্রহী নয়। তাই মানুষের মাঝে ভ্রান্ত ধারণা দূর করে বীমায় আগ্রহী করাতে হবে। বীমা খাতকে জনগণের সেবায় আরও বেশি নিয়োজিত করতে হবে। প্রতিটি ঘরে ঘরে একটি করে বীমা করার আগ্রহ যদি গড়ে তুলা যায়, তাহলে দারিদ্র্য অনেকাংশে বিমোচনে ভূমিকা রাখবে।
Leave a Reply