মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় ভোটার দিবস ২০২২ র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে।
বুধবার (২মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিখার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন, পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামাল, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামানসহ প্রমুখ।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাস।
এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুলআলম আলমগীর, প্যানেল মেয়র ২ আবুল বশর, প্যানেল মেয়র ৩ কনিকা বড়ুয়া সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, সংবাদিক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply