রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

রোয়াংছড়িতে গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার

রোয়াংছড়িতে গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার

বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং এর আলেচু পাড়া থেকে বৃহস্পতিবার রাতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত চুইরা ম্যা মারমা (৩৯) আলেচু পাড়ার বাসিন্দা থুইসা প্রু মারমা’র স্ত্রী।  নিহতের স্বজনরা ধারণা করছেন, চুইরা ম্যা মারমাকে হত্যার আগে গণধর্ষণ করা হয়েছে।

রোয়াংছড়ি থানার ওসি মোহাম্মদ আবদুল মান্নান জানান, স্থানীয়দের সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডভুক্ত আলেচু পাড়া সংলগ্ন একটি জুম ঘরের পাশ থেকে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করে। পরে শুক্রবার ৪ মার্চ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে, কিংবা হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছিল কি না- ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে সে বিষয়ে জানা যাবে।

এদিকে নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা জানান, পার্শ্ববর্তী বনবাগানে গাছ কাটার কাজে নিয়োজিত একই উপজেলার ওয়াগগ্যা পাড়ার কয়েকজন তংচঙ্গ্যা যুবক চুইরাম্যা মারমা’র জুম ঘরে থাকতো। স্থানীয়রা ইউপি চেয়ারম্যান চনুমং মারমা’র কাছে অভিযোগ করেছে, একা পেয়ে ওই তংচঙ্গ্যা কাঠুরিয়া যুবকরা চুইরা ম্যা মারমাকে ধর্ষণ ও হত্যা করেছে।

তিনি জানান, ঘটনার পরপরই কাঠুরিয়া তংচঙ্গা যুবকরা সেখান থেকে পালিয়ে যায়। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, নিহত চুইরা ম্যা মারমা’র ছেলে উশৈচিং বাদী হয়ে রোয়াংছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology