বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন

বাজারে সন্তান বিক্রিঃ সোনালী চাকমার পাশে দাঁড়িয়েছেন বাসন্তি চাকমা এমপি

বাজারে সন্তান বিক্রিঃ সোনালী চাকমার পাশে দাঁড়িয়েছেন বাসন্তি চাকমা এমপি

বিবর্তন প্রতিবেদকঃ অভাবের কারণে হাট বাজারে নিজের সন্তান বিক্রির খবর পেয়ে সোনালী চাকমার পরিবারের পাশে দাড়িয়েছেন বাসন্তি চাকমা এমপি। আজ শুক্রবার তিনি ছোটে যান সোনালী চাকমার একচালা ছাউনির ছোট কুঁড়ে ঘরে।
সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা তাঁর ফেইসবুক পেইজে লিখেন “অবাক হলাম। এটা কি করে হয়। আজ নিজে গিয়ে তাদের খোঁজ খবর নিলাম। সোনালী চাকমা মানসিকভাবে একটু অসুস্থ বটে। বৃদ্ধ স্বামীর সাথে যোগাযোগ বন্ধ হওয়ার পর ভাইবোনছড়ার পাকোজ্জাছড়িতে বাবার দেয়া জায়গায় ছোট্ট একটি ঘর তুলে থাকছে। গোয়ালঘরের সাথে লাগায়ো ছোট্টরুমটি দেখে খুব খারাপ লেগেছে। অসুস্থতা, আয় রোজগার না থাকার কারণে মানসিকভাবে সে ভেঙ্গে যায়। তাই
চঞ্চল ছয় বছর বয়সী শিশুটি রামকৃষ্ণ চাকমার ভবিষ্যতের কথা ভেবে কাউকে দত্তক দিতে চেয়েছিল। ”
তিনি বিষয়টি জানার পর তড়িৎ ব্যবস্থা নেয়ায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন এবং সোনালী চাকমার পরিবারের জন্য চাল, ডাল, তেল, মরিচসহ ৬মাসের খাবার সামগ্রী, কাপড় ও কিছু নগদ অর্থ প্রদান করেন।
এসময় তিনি শিশু রামকৃষ্ণকে সরকারি শিশু সদনে দেয়া যায় কিনা সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন সে সাথে সোনালী চাকমাকে সরকারি ভাবে একটি ঘর করে দেয়ার আশ্বাস প্রদান করেন।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology