বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন
গাছে আটকে পড়া বিড়াল ছানা উদ্ধারে ফায়ার সার্ভিস
করিম শাহ, রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে গাছে আটকে পড়া বৈদ্যুতিক তারের পাশ থেকে একটি বিড়াল ছানাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনের রামগড়-খাগড়াছড়ি সড়কের পাশে সাহাদাত মেটালের সামনে এ ঘটনা ঘটে।
সাহাদাত মেটালের মালিক জানান, দোকানে এসে গাছের উপর বিড়াল ছানার শব্দ শুনে উদ্ধার চেস্টা করি কিন্তু দৈদ্যুতিক তার থাকায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দিই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস রামগড় স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন জানান, গাছেন মগডালে বৈদ্যুতিক তারের সাথে ঝুঁকিপূর্ণ দেখে স্থানীয়রা জানালে আমরা এসে একটি ছেলের সহযোগীতায় বস্তায় ভরে গাছ থেকে নিরাপদে বিড়াল ছানাটি উদ্ধার করি।
Leave a Reply