মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় সীমান্তে ৪৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ২০ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজাসহ রতন দে নামক এক ব্যাক্তি আটক হয়েছে।
শনিবার ( ৫ নভেম্বর ) রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ রামগড় বিওপি‘র সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দল অফিসটিলা ফেনী নদীরকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। রামগড় বিওপির কোম্পানি কমান্ডার অসীম মারাক জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যাক্তিকে আসামি করে রামগড় থানায় মামলা দায়ের করা হয়েছে।
৪৩ বিজিবির জোন অধিনায়ক লে.কর্ণেল হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান চলমার থাকবে।
Leave a Reply