বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন

রামগড়ে নতুন বই হাতে উচ্ছাসিত শিক্ষার্থীরা

রামগড়ে নতুন বই হাতে উচ্ছাসিত শিক্ষার্থীরা

রামগড় প্রতিনিধি: নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনে পাঠ্যবই হাতে পেয়ে খুশিতে উচ্ছাসিত খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিশু-কিশোর শিক্ষার্থীরা।

রবিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে বই উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মানস চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউচার, উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াছ, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ।

বই বিতরণ পূর্ব সমাবেশে প্রধান অতিথি বিশ্ব ত্রিপুরা বলেন, বৈশ্বিক মহামারি ও বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট সত্ত্বেও বিগত বছরের ন্যায় এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথা সময়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে অভিভাবকদের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছেন। সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ণে বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষাকে ঢেলে সাজাতে কাজ করছে।

পরে অতিথিরা রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়, রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা, রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাতাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন স্কুল মাদরাসায় বই উৎসবে অংশগ্রহণ করেন। এছাড়া রামগড় আইডিয়াল স্কুলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বই উৎসবে অংশ গ্রহণ করে এসময় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology