শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন
রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে বার্ষিক মিলাদ মাহফিলের আলোচনা সভায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় ২নং পাতাছড়া ইউপির চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হারুন অর রশিদ, মোহাম্মদ জাহেদুল ইসলাম, খন্দকার আসাদুজ্জামান ও নুরুল হক গাজী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি থেকে বার্ষিক মিলাদ মাহফিলে আলোচনা করেন রামগড় থানা মসজিদের প্রধান খতিব মাওলানা কামরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নুর-এ-তাহির আরাবি, হামদে বারী তায়ালা পরিবেশন করেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরাফাত আমিন জিসান ও নাতে রাসূল পরিবেশন করেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাগ্নিক দেব রায়।
অনুষ্ঠানে বক্তরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন। শিক্ষার্থীদের বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলতে নির্দেশ দেন। ভালো ফলাফল করে বিদ্যালয় এর নাম উজ্জ্বল করার জন্য তারা পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নানা বিষয়ে দিকনির্দেশনা দেন । পরে বার্ষিক মিলাদ মাহফিল শেষে প্রায় ৮০০ শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।
Leave a Reply