মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির তম ৮৮ প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে কেক কাটা আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, খাগড়াছড়ি জেলা শাখা। সংগঠনটির জেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলার শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম ও বিশেষ অতিথি খাগড়াছড়ি সদর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার শুভায়ন খীসা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক কার্তিক ত্রিপুরা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা শাখার নির্বাহী সভাপতি মো. আনোয়ার হোসেন, নির্বাহী সম্পাদক মো. কাজী সাইফুল ইসলাম।
Leave a Reply