মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন

মানিকছড়ি ও ফটিকছড়ির সীমানা: সেনা অভিযানে বিপুল অস্ত্রসহ মগ পার্টির ৫ সন্ত্রাসী আটক

মানিকছড়ি ও ফটিকছড়ির সীমানা: সেনা অভিযানে বিপুল অস্ত্রসহ মগ পার্টির ৫ সন্ত্রাসী আটক

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়ির সীমানায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। সেনা সূত্রের দাবি, আটককৃতরা সবাই মগ পার্টির সদস্য।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের টহলদল খাগড়াছড়ির মানিকছড়ির সীমান্তবর্তী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বটতলী নামক এলাকায় রমজান আলীর বাড়িতে অভিযান চালায়। এই অভিযানে পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি মর্টার, একটি একে ৪৭ রাইফেল, একটি এম ওয়ান রাইফেল, একটি একে-২২ রাইফেল, একটি চায়না পিস্তল, একটি এলজি লং ব্যারেল রাইফেল, একটি এলজি শর্ট ব্যারেল রাইফেল, দুটি ওয়াকিটকি, মাইন তৈরির সরঞ্জাম, ভারতীয় রুপি, ৬৭ রাউন্ড গোলা বারুদ, বিপুল পরিমাণ আইইডি সরঞ্জাম, ব্যবহৃত ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন এ অভিযানে নেতৃত্ব দেন। বাড়ির মালিককে জিম্মি করে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। আটককৃতরা মগ পার্টির সক্রিয় সদস্য।

আটকের পর সন্ত্রাসীদের মানিকছড়ি আর্মি ক্যাম্পে নেওয়া হয়। সেখানে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের অস্ত্রশস্ত্রসহ ফটিকছড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলা চট্টগ্রামের মধ্যে হলেও এলাকাটি খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধিন। বান্দরবানের আলোচিত মগ পার্টির সন্ত্রাসী আটকের ঘটনা খাগড়াছড়িতে এই প্রথম।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology