মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
বিবর্তন ডেক্সঃ খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল’র মৃত্যুতে শোক জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। আজ ৪ মে বৃহস্পতিবার জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক নিপু আহমেদ স্বাক্ষরিত শোক বার্তায় জানান, যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল গত ২৭ এপ্রিল/২৩ তারিখ সোনাগাজী শশুর বাড়িতে ব্রেন স্ট্রোক করে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, বাবা মা ভাইবোন সহ অসংখ্য আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মী শুভাকাঙ্খী রেখে গেছেন।
ইব্রাহিম খলিলের মৃত্যুতে জেলা বিএনপি শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
তার মৃত্যুর খবর খাগড়াছড়ি শহর সহ পুরো জেলায় ছড়িয়ে পড়লে বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে আসে।
ইব্রাহিম খলিল দলের একজন পরিশ্রমী ও ত্যাগী নেতা ছিলো। তার সাথে দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ছিলো। রাজনীতির সুখে-দুঃখে অনেক পথ এক সাথে অতিক্রম এবং দূর্গম পরিস্থিতি মোকাবেলা করেছে নেতাকর্মীরা। যা শুধু মাত্র এখন স্মৃতি হয়ে থাকলো। তার মৃত্যুতে দল একজন যোগ্য, ত্যাগী ও নিবেদিত নেতাকে হারালো। এ শূন্যতা পূরণ হবার নয়।
আল্লাহ্ পাক তাকে জান্নাতবাসী করুন-আমিন।
Leave a Reply