শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:১০ পূর্বাহ্ন
মাটিরাঙ্গা প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। রোববার (২১ মে) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা শান্তি কাউন্টার থেকে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিনব কায়দায় আম, কাঁঠালের বস্তায় ভর্তি করে মাদক পাচার করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়ার নির্দেশনায় এস আই সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাটিরাঙ্গা শান্তি কাউন্টার এলাকা থেকে আম, কলা, কাঁঠালের বস্তায় থাকা তিনটি প্যাকেট থেকে প্রায় তিন কেজি গাঁজাসহ শফিউল আলম (৩০)নামে এক ব্যক্তিকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
গাঁজাসহ আটককৃত শফিউল আমতলী ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড করল্যাছড়ি এলাকার নুরু সর্দার পাড়ার শাহা আলমের ছেলে। সে পেশায় ওই এলাকায় চা দোকানদার। মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply