রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
বিপ্লব তালুকদার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ্য জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা খাগড়াছড়ি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) নারীদের আধুনিক প্রযুক্তির সম্পর্কে সচেতনতা মূলক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দুপুরে খাগড়াছড়ি পানছড়ি উপজেলা পরিষদ মিয়নায়তন হল রুমে এই বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় সময় উঠান বৈঠকে খাগড়াছড়ি মহিলা সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ আমরা বাস্তবে সুফল ভোগ করতেছি। আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন আমরা ২০৪১ সালের মধ্যে দেখতে পাবো। এজন্য আমাদেরকে পড়ালেখায়, জ্ঞানেগুণে ও চাল-চলনে স্মার্ট হতে হবে। এই ছাড়াও তিনি নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈসম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ নারী ও কিশোরীদের জীবন-জীবিকার মান উন্নয়ন সম্পর্কিত গুরুন্তপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে পানছড়ির উপজেলার শতাধিক নারী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি মহিলা সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান নিগার সুলতানা ও পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।
Leave a Reply