বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন

গোলাম রব্বানি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদী মানববন্ধন

গোলাম রব্বানি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদী মানববন্ধন

বিপ্লব তালুকদার: জামালপুর জেলার বকশী গঞ্জ উপজেলার একাত্তর টেলিভিশনের সংবাদ সংগ্রাহক ও বাংলা নিউজের প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী সাংবাদিকরা।
শুক্রবার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
এতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি দুলাল হোসেন এর সঞ্চালনায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাংবাদি ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং টিআবি-খাগড়াছড়ির ম্যানেজার মো. আব্দুর রহমান।

বক্তারা দ্রুত গোলাম রব্বানি হত্যার নির্দেশ দাতা বাবু চেয়ারম্যানসহ সকল হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
এছাড়া সারাদেশে সাংবাদিকদের হত্যা, মামলা দিয়ে হয়রানি বন্ধে সরকার ও আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবিও জানান বক্তারা।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology