শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

খাগড়াছড়িতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষকদের সংবর্ধনা

খাগড়াছড়িতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষকদের সংবর্ধনা

বিবর্তন প্রতিবেদক: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা’র উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো: মাসুদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, খাগড়াছড়ি জেলা শাখার নির্বাহী সভাপতি মো. আনোয়ার হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, শেখ হাসিনা প্রজ্ঞা প্রজ্জ্বলিত একজন নারী বলে আজ বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক থেকে আধুনিকতর করে যাচ্ছে। আমাদেরকে মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষাকে টিকিয়ে রাখতে হবে।স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন প্রমুখ।

সভা শেষে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাহিত্য ও সংস্কৃতিতে বেগম রোকেয়া পদকপ্রাপ্ত এবং মহালছড়ির চৌংড়াছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসর প্রাপ্ত) শোভা রানী ত্রিপুরা, ২০২২সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত পার্বত্য খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ‘মায়াফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা ত্রিপুরা, ২০১৯সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে রুমুসাই কার্বারী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ধনা চন্দ্র সেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা বিজয়া খীসা, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মোঃ ফারুক আহমেদ, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা রুপা মল্লিক, আন্তঃ পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২২ এ জাতীয় পর্যায়ে নৃত্যে প্রথম স্থান অর্জনকারী ধীনা ত্রিপুরা, আন্তঃ পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২২ এ জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জনকারী জবা চক্রবর্তী, করোনাকালীন সময়ে খাগড়াছড়ির অনলাইন প্রাইমারী স্কুলের উদ্যোক্তা ও এডমিন পরশ মামুদ এবং প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ জাতীয় পর্যায়ে ভারসাম্য দৌড়ে প্রথম স্থান অর্জনকারীদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology