শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

বিবর্তন ডেস্ক: খাগড়াছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স’র চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি এবং এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

উদ্বোধনী খেলায় অংশ নেন, খাগড়াছড়ি সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় বনাম দীঘিনালা সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। খেলায় দীঘিনালা উপজেলা প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ১-২ গোলে পরাজিত করেন খাগড়াছড়ি সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় বালক দল এবং দীঘিনালা উপজেলা বালিকা দলকে ০-৩ গোলে পরাজিত করেন খাগড়াছড়ি সদর উপজেলা বালিকা দল।

উদ্বোধন অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমিপ বলেন, খেলাধুলা মানুষকে আনন্দ দেয়, উচ্ছ্বসিত করে তোলে। খেলাধুলা আমাদের আবেগ প্রকাশের একটি মাধ্যম। খেলায় পাহাড়ি বাঙ্গালি, ত্রিপুরা, চাকমা, মারমা এই ভেদাভেদ থাকে না। কে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান এই ভেদাভেদও থাকেনা। সকলেই মিলেই আমরা মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের খেলাধুলার ভূমিকা অপরিহার্য।

জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, গত সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা অর্জন করে আমাদের জেলার মেয়ে আনাই মগিনি ও আনুচিং মগিনিরা খেলাধুলায় খাগড়াছড়িকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তারা খেলার মাধ্যমে বাংলাদেশের সুনাম এনে দিয়েছে। নতুনরাও দেশের হয়ে খেলবে আগামীতে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তানভীর হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology