রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন

গণতন্ত্র বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে: ওবায়দুল কাদের

গণতন্ত্র বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে: ওবায়দুল কাদের

ফাইল ছবি

বিবর্তন ডেস্ক: বাংলাদেশ শত্রুর মুখোমুখি অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ৭ তারিখে নির্বাচন। দলে দলে ভোটকেন্দ্রে আসবেন। বাংলাদেশ প্রচণ্ড শত্রুতার মুখে।

দেশেও শত্রু, বিদেশেও শত্রু। এ শত্রুদের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় অংশ নিয়ে কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা শুরু হয়ে গেছে।

চরম উত্তেজনা, ৭ তারিখে ফাইনাল। বিএনপি পালিয়েছে। খেলার মধ্যে বেশি ফাউল করে লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে। ফাইনালে বিএনপি নেই।

কাদের বলেন, ‘এবারের নির্বাচনে ভোট দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে। বাংলার মাটিতে স্বাধীনতাবিরোধী, দুর্নীতিবাজ, জঙ্গিবাদী, লুটেরা বিএনপির কোনো স্থান নেই। বঙ্গবন্ধুর বাংলাদেশে হাওয়া ভবন আর চাই না। তারেক রহমানের মতো খুনি, দুর্নীতিবাজকে আমরা আর দেখতে চাই না।’

অনুষ্ঠানে স্লোগান তুলে সেতুমন্ত্রী বলেন, ‘খেলা হবে লুটপাটের বিরুদ্ধে।

খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। ৭ তারিখে ফাইনাল খেলা। বিএনপির আন্দোলন ভুয়া, হরতাল-অবরোধ ভুয়া। একদফা, ৩২ দল সবই ভুয়া। ভুয়ার সাথে নারায়ণগঞ্জ নেই।’
জনসভায় ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর মাতারবাড়ি সবই হয়ে গেছে। নারায়ণগঞ্জ এখন আলোকিত নারায়ণগঞ্জ। শেখ হাসিনা ১৫ বছরে নারায়ণগঞ্জ বদলে দিয়েছেন। শীতলক্ষ্যার পাড়ে আজ জনজীবনে শান্তির সুবাতাস বইছে।’

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology