রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

খাগড়াছড়িতে নৌকা প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বে-সরকারিভাবে নির্বাচিত

খাগড়াছড়িতে নৌকা প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বে-সরকারিভাবে নির্বাচিত

বিবর্তন ডেস্ক: ২৯৮ নং খাগড়াছিড় সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা তৃতীয় বারের মত বিজয়ী হয়েছেন। এ নিয়ে নৌকা প্রার্থীর তৃতীয়বারের মত হ্যাটট্রিক জয়।

খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯জন। ভোট কেন্দ্রের সংখ্যা ছিলো ১৯৬ টি। এ আসনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৬৫৪। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৭৯৬ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৮৫৮। ভোট প্রদােনর হার ৪৯.৯৯ শতাংশ।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, আ.লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতিকে পেয়েছেন ২২০৮৭৬ ভোট। তার প্রতিদন্ধী প্রার্থী জাতীয় পার্টির মিথিলা রোয়াজা লাঙ্গল পেয়েছেন ১০৯৩৮ ভোট। তৃণমূল বিএনপির উশ্যেপ্রু মারমা সেনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৯৫২৬ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. মোস্তফা আম প্রতিকে পেয়েছে ৮৪৫৬ ভোট।

খাগড়াছড়ির এ আসনটিতে ২২০৮১৬ ভোট পাওয়ায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রবিবার রাত ১০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদ্দুজ্জামান। এসময় জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলে।

 

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology