রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে জেলা ও দায়রা জজের ত্রাণ বিতরণ

খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে জেলা ও দায়রা জজের ত্রাণ বিতরণ

বিবর্তন প্রতিবেদক: বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন। আজ মুক্রবার খাগড়াছড়ি শহরের আশে-পাশের এলাকায় শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। এসময় বন্যার্ত্যদের সহযোগিতার এই কার্যক্রম চলমান রাখার ঘোষণাও দিয়েছেন তিনি।

এদিকে, বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনা বাহিনী। গত দু’দিনের মতো আজও খাদ্য ও বিশুদ্ধ পানীয় সরবরাহ করছে খাগড়াছড়ি সদর জোন, মহালছড়ি জোন, দিঘীনালা জোন, বাঘাইহাট জোন, লংগদু ও মারিশ্যা জোনের সেনা সদস্যরা। প্রায় ৫০ হাজার লোকজনকে এসব সহায়তা দেয়া হচ্ছে। গত দু’দিনের উদ্ধার তৎপরতা এবং আজকের ত্রাণ কর্যক্রমে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এদিকে বৃষ্টি না হওয়ায় খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির উন্নতি দিকে। রাস্তাঘাট ও বাড়ি-ঘর থেকে পানি নামতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে। অনেকে ঘরবাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেছে। যাদের বাড়ি-ঘর ভেঙ্গেছে তারা আছেন খোলা আকাশের নিচে, কি করবেন তা নিয়ে আছেন দুঃশ্চিন্তায়।

বন্যা দুর্গতদের পাশে রয়েছে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন। ৪১২ মেট্রিক টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে জেলার নয়টি উপজেলা, তিন পৌরসভা ও ৩৮ ইউনিয়নে। পাশাপাশি বিভিন্ন দুর্গত এলাকায় রান্না করা খাবারও পৌঁছে দেয়া হচ্ছে। যাদের ঘরবাড়ি ভেঙ্গেছে তাদেরকে ঘরবাড়ি নির্মানে সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।

ভাল লাগলে সংবাদটি শেয়ার করুন........

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত... © কর্তৃপক্ষদ্বারা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |২০২০|
Design & Developed BY CHT Technology