বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন
মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ: খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ভবন নির্মান করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্কুল ম্যানেজিং কমিঠি ও স্থানীয় জনসাধারণ।
আজ সকালে খাগড়াছড়ি সদরে টি এন্ড টি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় এতে খাগড়াছড়ি সদর ৫নং ওয়াডের ওয়াড কমিশনার ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ’সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণির কোমলমতি ছাত্রছাত্রীরা’সহ স্কুল ম্যানেজিং কমিঠির প্রায় সকল সদস্যরা বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন।
এতে বক্তারা বলেন,খাগড়াছড়ি টি এন্ড টি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে স্কুলের দখলেই ছিলো এখন এক শ্রেনীর ভূমিদুস্য মাঠটি দখল করার করে নেয়ার অপচ্ষ্টো চালাচ্ছেন। বক্তারা আরও বলেন, অচিরেই স্কুলের মাঠটি দখলমুক্ত করা না হলে স্কুলের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে সর্বস্তরের জনসাধারণ তীব্র আনন্দোলনে মানতে বাধ্য হবে।
Leave a Reply