মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন
করিম শাহ, রামগড় প্রতিনিধি: জেলার রামগড়ে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানিয়রা জানান, রবিবার সকাল ১০টার সময় রামগড় পৌরসভার চৌধুরী পাড়া এলাকা থেকে পরনের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধুর নাম মনোয়ারা বেগম (৩২) । এঘটনায় নিহতের শাশুড়ি শাহনাজ বেগম (৫৮) কে আটক করলেও নিহতের স্বামী দেলোয়ার হোসেন পলাতক রয়েছে।
নিহতের পিতা বেলাল হোসেন তার মেয়েকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখার দাবি করে জানান, ৬ বছর আগে পারিবারিক ভাবে দেলোয়ার হেসেনের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি তার মেয়েকে শারিরিক ও মানসিক নির্যাতন করতো। তিনি জানান, গত দুই মাস আগে তার মেয়েকে মেরে আহত করলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সামাজিক বৈঠকে মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানো হয়।
রামগড় থানা অফিসার ইনচার্জ শামসুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তে খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Leave a Reply